২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় ক্ষমতা থেকে উৎপাটিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। এটি সরাসরি সম্প্রচার করা হয়।এ সম্প্রচারের এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সাইবার হামলার কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার (১২ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রথম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা দেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় সোমবার আবারও দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি...