এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি লেগকে সামনে রেখে বর্তমানে হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১৪ অক্টোবর মাঠে নামবে জামাল-সোহেলরা।তবে মূল ম্যাচের আগেই প্রস্তুতি নিয়ে বিপাকে পড়েছে লাল-সবুজের দলটি। হংকংয়ে পৌঁছানোর পর থেকেই নানা ধরনের সমস্যার মুখে পড়ছে সফরকারী দল। অনুশীলনের জন্য যে মাঠগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, সেগুলোর অবস্থা নাজুক এবং হোটেল থেকে দূরত্বও অনেক বেশি। এতে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতিতে পড়ছে নেতিবাচক প্রভাব। দলের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘গতকাল যে মাঠে আমাদের অনুশীলন দেওয়া হয়েছিল, সেটা হোটেল থেকে অনেক দূরে। যেতে লেগেছে প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময়। মাঠের মানও সন্তোষজনক ছিল না। আজকেও একই পরিস্থিতির মুখে পড়েছি। তবে আমরা মানসিকভাবে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। ’ আন্তর্জাতিক ফুটবল নীতিমালা অনুযায়ী, ম্যাচের অন্তত ৪৮ ঘণ্টা আগে সফরকারী দলের...