প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি এনসিএল টি-টোয়েন্টির ফাইনাল। তবে শিরোপাধারী রংপুর রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে সহজভাবেই টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে। গত আসরের মতো এবার আর রান উৎসব দেখা যায়নি টুর্নামেন্টে। জাতীয় দলের ব্যস্ততায় অনেক তারকা ক্রিকেটার অনুপস্থিত থাকায় ম্যাচগুলোতে আগের মতো উত্তেজনাও ছিল না। তবু আকবর আলীর নেতৃত্বে রংপুর দলগত শিরোপা ধরে রেখেছে। অভিজ্ঞ নাসির হোসেন আবারও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচসেরাও তিনি। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ারে ইনিংস উদ্বোধন করা এই অলরাউন্ডার ফাইনালেও ঝলসে ওঠেন। ৩১ বলে ৪৬ রানের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় রংপুরকে দারুণ সূচনা এনে দেন। জাহিদ জাভেদের সঙ্গে তার ৬১ রানের জুটিতে ভর করে এগিয়ে যায় দলটি। নাসির ১২তম ওভারে আউট হলেও অভিজ্ঞ নাঈম...