ফরিদপুরের সালথায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রাম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খোয়াড় গ্রামের সর্বস্তরের জনগণ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বিএনপি কর্মী কাওছার মাতুব্বরের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আটঘর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা মো. শাফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, আটঘর ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক লোকমান ফকির, বিএনপি কর্মী ছামাদ মাতুব্বর,...