আবারও জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। গত মৌসুমের ফাইনালে ঢাকা মহানগরকে হারানো রংপুর এবার ফাইনালে হারিয়েছে খুলনা বিভাগকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে খুলনা করতে পারে ৮ উইকেটে ১৩৬ রান। ১৩৭ রানের লক্ষ্যটা আকবর আলীর রংপুর পেরিয়েছে ৩ ওভার ও ৮ উইকেট হাতে থাকতে। রান তাড়ায় আজও দারুণ খেলেছেন ওপেনার নাসির হোসেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫৪ রান করা নাসির আজ ৩১ বলে করেছেন ৪৬ রান। নাসির ও জাহিদ জাভেদ উদ্বোধনী জুটিতে গড়েন ৪২ বলে ৬১ রানের জুটি। এই জুটিই মূলত ফাইনালে রংপুরের কাজটা সহজ করে দিয়েছে। জাহিদ ২৪ বলে করেছেন ২৭ রান। ১২তম ওভারে দলকে ৮৪ রানে রেখে আউট হন নাসির। এরপর বাকি কাজটা সারেন নাঈম ইসলামও আকবর আলী। অভিজ্ঞ নাঈম অপরাজিত ছিলেন ৩২ বলে...