ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অন্যতম কাজ হলো অগ্নিকাণ্ড যাতে না ঘটে, সেই বিষয়ে জনসাধারণকে সচেতন করা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেলে ক্ষতিগ্রস্ত মানুষের জান, মাল রক্ষা ও উদ্ধারে জীবন বাজি রেখে কাজ করা। তেমনি জনসাধারণকে সচেতন করা জন্য খিলগাঁও ফায়ার স্টেশনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জোন-৫ এর আওতায় একটি রাত্রিকালীন অগ্নি নিরাপত্তা সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এতে অংশ নেয় স্থানীয় ও সাধারণ মানুষ। রোববার (১২ অক্টোম্বর) সন্ধ্যা সাতটার দিকে খিলগাঁও ঝিলপার ফায়ার সার্ভিসের মাঠে অগ্নি সচেতন নিয়ে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। এখানে সরাসরি ভয় দূর করে সিলিন্ডারে আগুন লাগিয়ে কিভাবে তাৎক্ষণিক নির্বাপন করা হয়, পাশাপাশি আগুন লাগা থেকে সতর্ক পরামর্শ দেওয়া...