আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে ভোটার বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫২ জন। রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ভোটার ছিল ২৫ লাখ ৯ হাজার ৩৩১ জন। বর্তমান ভোটার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। জেলার ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আরো পড়ুন:আমরা রাতের অন্ধকারে ভোট চাই না: সিইসি‘পিআর পদ্ধতিতে সব ভোটের মূল্যায়ন হবে’ দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, জেলায় পুরুষ ভোটার ১৩ লাখ ২২ হাজার ৩১০ জন, নারী ভোটার ১৩ লাখ ২৪ হাজার ৬৫১ জন ও হিজরা ভোটার ২২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪১টি। ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। তিনি আরো বলেন,...