বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াই। ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ।’রোববার (১২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে শুভাঢ্যা ইউনিয়নের ১নং ইউনিটি ও ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক জরুরি প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় এসেছে সেই অধিকার ফিরিয়ে নেওয়ার। এ নির্বাচন কোনো দলের নয়, এটি জনগণের মুক্তির যুদ্ধ।’তিনি আরও বলেন, ‘কেরানীগঞ্জের মানুষ বারবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবারও তারা গণতন্ত্রের পক্ষে, ধানের শীষের পক্ষে রায় দেবে। প্রতিটি ভোটকেন্দ্র হবে একেকটি দুর্গ, যেখানে পাহারায় থাকবে জনগণ।’প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারাগয়েশ্বর চন্দ্র রায় দৃঢ় কণ্ঠে বলেন, ‘ভয় নয়, বিশ্বাস নিয়েই মাঠে...