১২ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম ব্যাট হাতে যা একটু লড়লেন অধিনায়ক মোহাম্মাদ মিথুন। বল হাতে পারল না কেউ লড়াই জমাতে। নাসির হোসেনের ব্যাটে খুলনা বিভাগকে উড়িয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে শিরোপা ধরে রাখল রংপুর বিভাগ। প্রতিযোগিতার দ্বিতীয় আসরের ফাইনালে রোববার খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। নতুন বলে আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে কেবল ১৯ রান দেওয়ার পর ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফাইনালের নায়ক জাতীয় দলের একসময়ের অলরাউন্ডার নাসির। প্রাথমিক পর্বে কেবল তিনটি জয় পাওয়া দল, সবার শেষে শীর্ষ চারে ওঠে যারা শ্রেয়তর রান রেটে, সেই রংপুর প্লে-অফ থেকে টানা তিন ম্যাচ জিতে শেষ পর্যন্ত উঁচিলে ধরল ট্রফি। প্রাথমিক পর্বে তারা হেরেছিল খুলনার কাছেও। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে দ্বিতীয় বলেই...