চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পর পারিবারিক ভুল বোঝাবুঝির জেরে স্ত্রীর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর শুনে স্বামীও আত্মহত্যার চেষ্টা চালালেও ব্যর্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত লিমা খাতুন (১৭) কাদবিলা গ্রামের বাবুল হোসেনের মেয়ে। তাঁর স্বামী আকাশ হোসেন (১৮) একই গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। তাঁরা দু’জনেই স্থানীয় ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলজীবনে লিমা ও আকাশের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় থেকে সাত মাস আগে পারিবারিক অমতের মধ্যেই তাঁরা বিয়ে করেন। পরে গত মাসের ১৬ তারিখে মেয়ের পরিবার আনুষ্ঠানিকভাবে বিয়েটি মেনে নেয়। সম্প্রতি লিমার দাদা মারা যাওয়ার পর দুই পরিবারের মধ্যে আসা-যাওয়া বাড়ে। এ...