নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের মধ্যেও দুই কোম্পানি— সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স—অস্বাভাবিক উল্লম্ফন ঘটিয়েছে। আজ রোববার (১২ সেপ্টেম্বর) সূচকে ধস নামলেও, এই দুই কোম্পানির শেয়ারদর বিপরীত প্রবণতায় বৃদ্ধি পেয়েছে। এমনকি বিক্রেতা সঙ্কটের কারণে লেনদেন ‘হল্টেড’ হয়ে গেছে। ফলে পতনের বাজারেও বিনিয়োগকারীদের জন্য এই দুই কোম্পানি কিছুটা সুখবর দিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর আজ ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে ২৬ টাকা ৭০ পয়সা হয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা (১৫ মে, ২০২৫)। গত কয়েক বছরে নিয়মিত ডিভিডেন্ড প্রদান সত্ত্বেও, বর্তমান দরবৃদ্ধি মৌলিক ভিত্তির তুলনায় অত্যধিক বলে মনে করছেন বিশ্লেষকরা। সর্বশেষ ৯ মাসে (জুলাই’২৪–মার্চ’২৫) শেয়ারপ্রতি আয় বা ইপিএস মাত্র ৮৭ পয়সা। যদিও আয়ের বৃদ্ধি হয়েছে, বর্তমান...