অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি বছর কয়েক আগেই স্ত্রী-সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেসে ছেড়ে ফ্রান্সে চলে যান। সম্প্রতি এসকয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, নিজের এ সিদ্ধান্তে তিনি দারুণ খুশি। কারণ ওখানে থাকলে ওরা (সন্তান) কখনো ঠিকভাবে বড় হতে পারত না। হলিউডের সংস্কৃতি সেটা হতে দেয় না। আমি চাই না ওরা পাপারাজ্জিদের ভয়ে বড় হোক কিংবা অন্য কোনো তারকার সন্তানদের সঙ্গে ওদের তুলনা করা হোক। হলিউডের প্রভাব আর শহরের কোলাহল থেকে দূরে গিয়ে সন্তানদের একটা স্বাভাবিক জীবন দিতে পেরেছি বলে জানান এ অস্কারজয়ী অভিনেতা। তিনি বলেন, ফ্রান্সে একটা খামারে থাকি আমরা। আমার জীবনের বড় একটা সময় খামারে কেটেছে, তখন সেটি খুব অপছন্দ করতাম। কিন্তু এখন আমার সন্তানদের জন্য ওটাই সবচেয়ে ভালো জায়গা। খামারে সন্তানদের জীবনযাপন প্রসঙ্গে অভিনেতা বলেন, ওরা সারাক্ষণ...