ফুটবলের সবচেয়ে অভিজাত টুর্নামেন্ট বিশ্বকাপের এবারের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া আসরে কারা ফেভারিট, সেই হিসাব-নিকাশ শুরু হয়েছে এখন থেকেই। এবার ২০২৬ বিশ্বকাপে ফেভারিটদের নাম জানালেন ইংলিশ কোচ থমাস টুখেল। তার মতে ২০২৬ বিশ্বকাপে ফেভারিট হিসেবে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা। বিশ্বকাপ বাছাইয়ের ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে টুখেলের শিষ্যরা। তবুও বিশ্বকাপের প্রশ্নে নিজের দলকে ‘আন্ডারডগ’ হিসেবে দাবি করেছেন টুখেল। টুখেল বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার বিবেচনায় থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে। আর নিজেদের (ইংল্যান্ড) ব্যাপারে বলবো, এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। তাই পুরো মনোযোগটাও রাখতে হচ্ছে সেদিকেই।’ ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও লাতিন অঞ্চলের বাছাই থেকে সবার...