১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম দীর্ঘ ৩৫ বছর পরে আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কঠোর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ইতিমধ্যে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চাকসু নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির মনোনীত প্যানেল। ডাকসু ও জাকসু নির্বাচনের পরে চাকসু নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছে শাখা ছাত্রদল। সম্প্রতি অনুষ্ঠিত দুই ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করার কৌশলকে কাজে লাগাতে চায় সংগঠনটি। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন: চাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য মতে, গেল সেপ্টেম্বর থেকে নির্বাচনের সার্বিক কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা, মনোনয়ন...