চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়াকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। রোববার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফরিদগঞ্জে যোগদানের পর থেকেই আমি মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এ উপজেলার মানুষকে আমি নিজের পরিবারের মতো মনে করেছি। তাদের সঙ্গে এক অদৃশ্য আত্মিক বন্ধন গড়ে উঠেছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে গিয়ে এখানকার সাংবাদিক ভাইদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। তাদের সহায়তায় উপজেলায় অনেক ভালো কাজ সম্পন্ন করতে পেরেছি। আশা করি, আমার উত্তরসূরিগণ এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের...