নাটোর সদরে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিচা বাজার এলাকায় নাটোর বোডিংয়ের ৬২ নম্বর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. মাহাবুর রহমান। ব্যবসায়ী আনোয়ার পারভেজ (৫৫) টাঙ্গাইলের মির্জাপুরের পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে। নিহতের ছেলে রবিন মিয়া বলেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে গিয়েছিলেন। খবর পেয়েছেন, উনার মরদেহ একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। তারা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন। প্রতক্ষ্যদর্শীদের বরাতে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, আনোয়ার পারভেজ শনিবার রাত ১০টার দিকে কক্ষ ভাড়া নেন। সকাল থেকে সারাদিন তিনি আর বাহিরে বের হননি। সন্ধ্যার দিকেও তিনি বাইরে বের না হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ...