জয়ের জন্য রংপুরের দরকার তখন ২ রান। ১৭তম ওভারের শেষ বলে অরণ্য দাসকে লংঅফ দিয়ে চার মারলেন নাঈম ইসলাম। ততক্ষণে ডাগআউট থেকে দৌড় শুরু করেছেন সতীর্থরা। তাদের সঙ্গেই উদযাপনে মেতে উঠলেন নাঈম। এটি শিরোপা জয়ের উদযাপন। লক্ষ্যটা কঠিন ছিল না, টানা দ্বিতীয় শিরোপার খোঁজে থাকা রংপুরের ব্যাটাররা সেটি ছুঁতে কোনো ভুলও করেননি। খুলনার বোলারদের আক্ষেপ বাড়িয়ে নাসির হোসেন-নাঈম ইসলামদের অভিজ্ঞতার ওপর ভর করে সহজেই শিরোপার মঞ্চে চলে যায় রংপুর। খুলনাকে ৮ উইকেটে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল রংপুর। আজ রোববার (১২ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি দাড় করেছিল খুলনা। জবাব দিতে নেমে ৩ ওভার আর ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। স্বল্প রান তাড়ায় নেমে শুরুটা...