কুমিল্লার দেবিদ্বারে মসজিদের মিনারের সিঁড়ি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বশির (৩০) নামে এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টায় নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করতে সিড়ি বেয়ে উপরে উঠার সময় চালার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।নিহত যুবক বশির (৩০) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের (মধ্যপাড়ার) মৃত রানার আব্দুল হাকিমের ছেলে।স্থানীয়রা জানান, বশির ওমান প্রবাসী, প্রায় ৩ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। পরিবারে তার অসুস্থ মা রোকেয়া বেগম(৭০), স্ত্রী মিতু বেগম(২০), এবং আড়াই বছরের একটি পুত্র সন্তান ওবায়দুল্লাহ রয়েছে।ওয়াহেদপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আলী জগর জানান, দুপুর অনুমান ১২টার সময় বশিরকে মসজিদের সামনে ঘুরাঘুরি করতে দেখেন।নারায়নপুর মধ্যপাড়া স্থানীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ওয়ালিউল্লাহ জানান, দুপুর সোয়া ১২টায় জোহরের নামাজ...