চাল ফুটা অইয়া গেছে, ঘরের বেড়াডার খারাপ অবস্থা। ঘরগুলাই ভাইঙ্গা গেছে। বৃষ্টি আইলেই পানি পড়ে। আমগোর কষ্ট দেখার মতো কেউ নাই। আমরা সরকারীভাবে ঘর পাইছি ঠিকই। কিন্তু এই ঘরে থাকার মতো কোন পরিবেশ এহন আর নাই। ঘরের পাশাপাশি রাস্তাডাও নষ্ট অইয়া গেছে। পুলাপান রাস্তা দিয়া স্কুলে যাবার পারে না। আমগরে কষ্ট দেখার মতো কেউ নাই। সরকার কত কিছু উন্নয়ন করতাছে। আমগর কষ্ট কি তাদের চোখে পড়ে না ? এভাবেই অশ্রুভেজা চোখে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা সাপনই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শরিফা বেগম (৪৫)। শুধু শরিফা নয় এমন প্রশন ওই আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সকলের। আরেক উপকারভোগী রোমেছা বেগম বলেন, আমাদের একটাই আবদার সরকার যেন আমাদের ভাঙা এই ঘরগুলো আর রাস্তাটা ঠিক করে দেয়। সুত্রে জানা গেছে, সাপনই আশ্রয়ণ...