রাঙামাটিতে প্রায় পাঁচ মাস আগে এক কৃষকের মৃত্যুর কারণ উদঘাটনের কথা বলছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, প্রেমিকের সঙ্গে পরকীয়ার কথা জেনে যাওয়ায় কৃষক দিদারুল আলমকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে বালিশচাপা দিয়ে হত্যা করেন স্ত্রী কহিনুর আক্তার। স্বামীর লাশ গুম করার ক্ষেত্রে তিনি সহায়তা নেন আরেক প্রেমিকের। রাঙামাটির কাপ্তাই উপজেলার পশ্চিম কোদালা গ্রামের কৃষক দিদারুলের (৩৮) নিখোঁজের প্রায় পাঁচ মাস পর পিবিআই এ ঘটনা উদঘাটন করল। রোববার পিবিআই চট্টগ্রাম জেলার পক্ষ থেকে সংবাদমাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তার চারজন হলেন— কোহিনূর আক্তার (২৭), তার দুই ‘প্রেমিক’ আবদুল খালেক (৩০) ও মো. হামজা (২৬) এবং হামজার সহযোগী সেলিম (২৮)। পিবিআই বলছে, গত ৩১ মে সকাল থেকে দিদারুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার বাবা জামির...