নাগেশ্বরীর কচাকাটায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিকেলে উপজেলার কচাকাটা ইউনিয়নের বটতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচাকাটা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সাইফুর রহমান রানা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপির পক্ষে সকল নেতাকর্মীকে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। এসময় তিনি নিজের দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন, "জনগণ যাকে ভালোবেসে মনোনয়ন দেবেন, দেশনায়ক তারেক রহমান সেই জনগণের মনোনয়নকে শ্রদ্ধা রেখে তাঁকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন।" সে সাথে তিনি আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে যা কিছু প্রয়োজন তা সব করবেন...