গাজীপুরের শ্রীপুরে গহীন বনের ভেতর থেকে উদ্ধার হওয়া (মরদেহ) শিশু যৌন নির্যাতনে শিকার হয়ে খুন হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনার একদিন পর পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার বিকালে গোসিংগা ইউনিয়নের চাউবন এলাকার গজারি বনের ভেতর থেকে আবুবক্কর হুজাইফা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশু একই গ্রামের হারুন অর রশীদের ছেলে। বনের ভেতর কাঠবাদাম আনতে গিয়ে যৌন নির্যাতনে শিকায় হয় শিশু হুজাইফা। পরে যৌন নির্যাতনকারী শ্বাসরোধে করে তাকে হত্যা করে বনের গহীনে লাশ ফেলে রাখে। শিশুটি চাউবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করলে বের হয়ে আসে যৌন নির্যাতনের ঘটনাটি। এ...