শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ব্যাংকের একমাত্র শেয়ারধারী পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক। রবিবার (১২ অক্টোবর) তিনি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক আরও পাঁচটি ব্যাংক একীভূত করার সরকারি সিদ্ধান্ত ঘোষণার পরপরই তিনি এ পদ থেকে সরে দাঁড়ান। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সভায় এই একীভূতকরণের প্রস্তাব অনুমোদন হয়। ‘অকার্যকর পর্ষদ, সিদ্ধান্তহীনতা ও দায়হীনতা’—পদত্যাগপত্রে অভিযোগ পদত্যাগপত্রে মো. রেজাউল হক লিখেছেন, ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী যেসব স্বতন্ত্র পরিচালকের ব্যাংকের সঙ্গে কোনও স্বার্থ থাকা উচিত নয়, তাদের নিয়েই পর্ষদ গঠন করা হয়েছিল। ফলে গত এক বছরেরও বেশি সময়েও ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি। তিনি বলেন, ব্যাংকের প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারধারীদের হাতে পরিচালনার দায়িত্ব দিলে পরিস্থিতির উন্নতি হতো। বর্তমান...