ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল রংপুর বিভাগ। রোববার (১২ অক্টোবর) আসরের ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজও দারুন শুরু এনে দেন দুই ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদ। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৬১ রান যোগ করেন তারা। দারুণ শুরু এনে দিয়ে ২৪ বলে ২৭ রান করে ফেরেন জাভেদ। সবশেষ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফিফটি তুলে নেওয়া নাসির আজও ছিলেন ফিফটির পথেই। তবে মাত্র ৪ রানের জন্য ফাইনালে...