আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামী তাদের ঘোষিত প্রার্থী পরিবর্তন করেছে। নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয় অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে।রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি এজেহারুল ইসলাম।তিনি বলেন, হাটহাজারী আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন হয়েছেন অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পার্শ্ববর্তী জোবরা গ্রামের সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক মন্তব্য দেওয়ায় ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসন থেকে জামায়াতের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া তাকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়।এরআগে শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া-বোয়ালখালী) জামায়াতে ইসলামী তাদের ঘোষিত প্রার্থী পরিবর্তন করেছে। নতুন প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই...