ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে রীতিমতো উড়ছেন শুবমান গিল। ব্যাট হাতে মাঠে নেমেই গড়ছেন একের পর এক রেকর্ড। এবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিতে বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন এই তারকা। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে চলতি বছর পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন শুবমান। তাতে অধিনায়ক হিসেবে কোহলির সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন এই তারকা। এতদিন একক ভাবে কোহলির দখলে ছিল এই রেকর্ড। ২০১৭ এবং ২০১৮ সালে তিনি পাঁচটি করে সেঞ্চুরি করেছিলেন সাবেক এই অধিনায়ক। এর বাইরেও আরও বেশকিছু রেকর্ড গড়েছেন শুবমান। অধিনায়ক হিসেবে ইতোমধ্যে টেস্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ১৭ ইনিংস খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অধিনায়ক হিসেবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন শুবমান। এই কীর্তিতে...