ইংলিশ লীগে খেলা হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেয়ার পর দেশের ফুটবলে নতুন করে হাওয়া বইতে শুরু করেছে। বলতে গেলে দেশের ফুটবলের পোস্টার বয় লেস্টার সিটির মিডফিল্ডার। বাংলাদেশের হয়ে খেলার সময় দলের প্রতি তার একাগ্রতা প্রশংসনীয়। তাই অঘোষিতভাবে হামজা চৌধুরীকে দলের অধিনায়ক বা নেতা বলছেন অনেকে। বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরাও সেটা মানছেন অবলীলায়। হংকংয়ে দুইদিন হলো বাংলাদেশ অনুশীলন করছে। বাজে মাঠ কিংবা দূরত্বকে তেমন পাত্তা দিচ্ছেন না স্প্যানিশ কোচ। রোববার,(১২ অক্টোবর ২০২৫) তিনি বলেন, ‘আমরা বেশিরভাগ সময় খেলোয়াড়দের বিশ্রামের জন্যই ব্যবহার করেছি। ঢাকা থেকে এখানে আসার ভ্রমণটা দীর্ঘ ছিল। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতেও কিছুটা সময় লেগেছে, আমরা দেরিতে পৌঁছেছি। আমরা একটি ভালো হোটেলে আছি এবং গতকাল শনিবার প্রথম অনুশীলন সেশনটি সম্পন্ন হয়েছে। যদিও হোটেল থেকে কিছুটা দূরে, তবু সেটা...