“একসময় ছিল পত্রপত্রিকার জয়জয়কার। তারপর এলো টেলিভিশন নিউজ—দৃশ্য ও শব্দের এক নতুন দুনিয়া। এই দুটি মাধ্যম আজও টিকে আছে, তবে সময়ের বিবর্তনে শুরু হয়েছে ডিজিটাল মিডিয়ার বিপ্লব।” — এমনই মন্তব্য উঠে আসে লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায়। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আলদীন। আনোয়ার আলদীন বলেন, ডিজিটাল মাধ্যম, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং অধুনা এআই (AI)-এর সংযোজনে মৌলিক সংবাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে—তা বলা কঠিন। তবে চটকদার সংবাদ তৈরির প্রতিযোগিতায় না জড়িয়ে সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। পাঠক বা দর্শকদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। অপতথ্য-তথ্যের বন্যার মঝেও আসল সংবাদটি চিনে নিতে...