গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলার বিভিন্ন ক্লাব, খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টার দিকে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন স্টেডিয়াম গেটে জেলার কয়েকশ খেলোয়াড়, ছেলে-মেয়ে, অভিভাবক, কোচ ও বিভিন্ন ক্রিয়া সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিরা মিলিত হয়ে মানববন্ধন শুরু করেন। প্রায় এক ঘণ্টা তারা রাস্তায় মানববন্ধন করে দুপুর ২টার দিকে একটি বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন- জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম, মহানগর ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন তালুকদার, জেলা ক্রিকেট বোর্ডের জেলা কোচ আনোয়ার হোসেন জাহিদ লিটন, কারাত অ্যাসোসিয়েশন...