জয়ের গন্ধ পেয়েই ডাগআউট ছেড়ে সীমানার পাশে এসে দাঁড়ালেন রংপুরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের অনেকে। কেউ নাচতে শুরু করলেন, কেউ কেউ শুরু করলেন আগাম উদযাপন। অভিষেক দাসের বলে নাঈম ইসলামের বাউন্ডারিতে জয় নিশ্চিত হতেই সবাই ছুট দিলেন মাঠে। নাঈম তখন দুই হাত প্রসারিত করে ক্রিজের মাঝে দাঁড়িয়ে। তাকে আলিঙ্গনে জড়ালেন ক্রিজে সঙ্গী আকবর আলি। মাঠে ছুটে যাওয়া সবাই মিলে গোল হয়ে শুরু করলেন আনন্দনৃত্য। রংপুরের শিরোপা ধরে রাখার উল্লাস! জাতীয় লিগ টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। ফাইনালে খুলনা বিভাগকে উড়িয়ে দিল তারা ৮ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার খুলনাকে ১৩৬ রানে আটকে রেখে কাজ এগিয়ে রাখেন রংপুরের বোলাররা। বাকি দায়িত্ব পালন করে দলকে শিরোপার ঠিকানায় নিয়ে যান ব্যাটসম্যানরা। নতুন বলে আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে কেবল ১৯ রান দেওয়ার...