মস্তিষ্কে চিপ বসানোর প্রকল্পে এরইমধ্যে ১০ হাজার জন রোগী নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক। কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি ডি. জে. সিও বলেছেন, বর্তমানে নিজেদের মাথায় এই ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস চিপ বসানোর জন্য অপেক্ষায় রয়েছেন প্রায় ১০ হাজার জন মানুষ। এ সপ্তাহে মর্গান স্ট্যানলি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে কোম্পানির এ তালিকা প্রকাশ করেছেন সিও। ওই প্রতিবেদন এ প্রযুক্তির নৈতিক প্রভাব সম্পর্কেও সতর্ক করেছে। এ বছরের শুরুতে নিজেদের ওয়েবসাইটে এক ‘রোগী নিবন্ধন কেন্দ্র’ চালু করেছিল নিউরালিংক, যাতে গোটা বিশ্বের মানুষ এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগে অংশ নিতে নিবন্ধন করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এ পর্যন্ত ১২ জন রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে মাস্কের কোম্পানিটি। এসব রোগীরা এখন নিজেদের চিন্তার মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণে নিউরালিংক ডিভাইস ব্যবহার করছেন। এ...