মানিকগঞ্জ সদর উপজেলায় প্রেমঘটিত দ্বন্দ্বে প্রেমিকার চাচাতো ভাই ও তার বন্ধুদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামের এক স্কুলছাত্র খুন হয়েছে। উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল নদীর পাড়ে শনিবার রাতে মেলায় এ ঘটনা ঘটেছে। নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের কাফাটিয়া (খালপাড়) গ্রামের সৌদিপ্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। হঠাৎ ছেলের মৃত্যুতে প্রবাসফেরত মা আসমানী বেগম ও তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পরপরই পুলিশ মেলার কার্যক্রম বন্ধ করে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাব্বির সঙ্গে পাশের গ্রামের গ্রামের কিশোরীর প্রেমের সম্পর্ক চলছিল। এর জের ধরে প্রেমিকার চাচাতো ভাই রাতুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে ঘটনার রাত সাড়ে ৮টার দিকে মেলার প্রবেশদ্বারে রাব্বির ওপর হামলা...