বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৩ মিলিয়ন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি নির্দেশ করে। তবে বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধির এই হার যতটা ইতিবাচক মনে হচ্ছে, এর ভেতরে লুকিয়ে আছে উদ্বেগের বার্তা। কারণ, এই বৃদ্ধির বেশিরভাগই এসেছে পুরোনো বিনিয়োগকারীদের পুনঃবিনিয়োগ থেকে। নতুন মূলধন বা ইকুইটি ইনফ্লো বরং বড় ধরনের ধাক্কা খেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এপ্রিল-জুন প্রান্তিকে পুনঃবিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় ৬০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু নতুন মূলধন বিনিয়োগ বা ইকুইটি ক্যাপিটাল কমে ৮১ মিলিয়ন ডলারে নেমে এসেছে, যা এক বছর আগের তুলনায় ৬২ শতাংশ...