২০২৫ সালে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) অভাবনীয় গতিতে কর্মক্ষেত্র বদলে দিচ্ছে। যে দক্ষতাগুলো একসময় চাকরির নিশ্চয়তা দিত, সেগুলো এখন গুরুত্ব হারাচ্ছে। এমন অনেক কাজ, যা সম্পন্ন করতে মানুষের ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হতো, সেসব এখন তুড়িতেই করে দিচ্ছে এআই। এর ফলে নিয়োগদাতাদের চাহিদাও বদলে যাচ্ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে পুরোনো কিছু ‘স্কিল’ শেখার পেছনে না দৌড়ে বরং নতুন যুগের প্রয়োজনীয় টুলস শেখায় সময় ব্যয় করা উচিত। চলুন দেখে নেওয়া যাক — ২০২৫ সালে কোন ৫টি টেক স্কিলে আর সময় বিনিয়োগ করা উচিত নয়: একসময় দক্ষিণ এশিয়ায় ডাটা এন্ট্রি ছিল একটি বড় কর্মক্ষেত্র। কিন্তু চ্যাটজিপিটি, গুগল জেমিনি এবং মাইক্রোসফট কো-পাইলটের মতো এআই টুল এখন এই কাজগুলো করছে মুহূর্তেই। ইউআইপাথ ও জাপিয়ের-এর মতো সফটওয়্যার সেকেন্ডের মধ্যেই ডকুমেন্ট বা ইমেইল থেকে তথ্য...