চট্টগ্রাম বন্দরের বিভিন্ন সেবাখাতের নতুন মাশুল কার্যকর হওয়ার দুই দিন আগে তা স্থগিত করার দাবি জানিয়ে আলোচনায় বসার কথা বলেছেন ব্যবসায়ীরা। বিদেশি অপারেটরদের ‘সুবিধার’ জন্য মাশুল বাড়ানো হয়েছে বলেও তারা মনে করছেন। রোববার দুপুরে হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ’ এর ব্যানারে আয়োজিত সমন্বয় সভা থেকে এ দাবি তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি অপারেটররা চায় ট্যারিফ বাড়িয়ে দেওয়া হোক। যারা তাদের নেপথ্যে আছে তাদের চিহ্নিত করতে হবে। বন্দরের বর্ধিত মাশুল স্থগিত রেখে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত ১৪ সেপ্টেম্বর রাত থেকে সকল ধরনের মাশুল বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। বন্দরের বিভিন্ন সেবার মাশুল ৪১ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। বন্দর ব্যবহারকারীদের আপত্তির মুখেও...