বহু ব্যবহারকারীর প্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ অবশেষে বিদায়ের পথে। মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী ১৪ অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এর ‘এন্ড অফ লাইফ’ শুরু হচ্ছে। ওই তারিখের পর থেকে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা আর কোনো সিকিউরিটি আপডেট বা সিকিউরিটি প্যাচ পাবেন না। তবে এর মানে এই নয় যে উইন্ডোজ ১০ সঙ্গে সঙ্গে অকেজো হয়ে যাবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, পুরনো কম্পিউটারগুলো ঠিকই চলবে কিন্তু নিরাপত্তা ঝুঁকি বাড়বে দিন দিন। এই পরিস্থিতিতে মাইক্রোসফট ব্যবহারকারীদের সামনে তিনটি বিকল্প রেখেছে- উইন্ডোজ ১১ এ আপগ্রেড করা, নতুন কম্পিউটার কেনা অথবা ‘এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটস’ প্রোগ্রামে যুক্ত হওয়া। প্রথম দুটি পথ অনেকের জন্যই সময়সাপেক্ষ বা ব্যয়বহুল হতে পারে তাই তৃতীয় বিকল্প এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা যাচ্ছে। মাইক্রোসফট প্রথমে ঘোষণা করেছিল, এই এক্সটেনশন পেতে...