শনিবার একটি বিশেষ ইভেন্টে উপস্থিত ছিলেন শাহরুখ ও কাজল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই বাজতে শুরু হয় তাঁদের সেই কালজয়ী গানের সুর, আর তাতেই তৈরি হয় ইতিহাস। মঞ্চে একে অপরের চোখে চোখ রেখে পুরনো দিনের সেই নাচের স্টেপ পুনরায় করেন তাঁরা। মুহূর্তেই দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে হলঘর, আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। শাহরুখ খান এদিন পরেছিলেন চিরচেনা অভিজাত কালো টাক্সেডো, আর কাজলকে দেখা যায় অনবদ্য কালো শাড়িতে। দু’জনের মধ্যকার সহজাত মাধুর্য আর হাসি যেন ফিরিয়ে আনল ৯০–এর দশকের সোনালি দিনগুলোকে। তাঁদের প্রতিটি ভঙ্গিমায় প্রকাশ পেয়েছিল সেই পুরনো প্রেম, বন্ধুত্ব আর নস্টালজিয়ার মিশেল। মঞ্চে মুহূর্তটি আরও আবেগময় হয়ে ওঠে যখন কুছ কুছ হোতা হ্যায়–এর পরিচালক করণ জোহর তাঁদের সঙ্গে এসে আলিঙ্গন করেন। তিনজনের সেই উষ্ণ মুহূর্ত দেখে দর্শকদের চোখে জল,...