চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে জনগণের খুব কাছাকাছি যাওয়া এবং তাঁর নির্দেশনা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। রবিবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভিটিকান্দি মোল্লা বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তানভীর হুদা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী হয়ে উঠেছে। বিগত ১৭ বছরের আওয়ামী জুলুম ও ভোট ডাকাতির রাজনীতির কারণে মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ...