সর্বজনীন পেনশন কার্যক্রমে নেমে আসা স্থবিরতা কাটাতে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প নিতে চলেছে সরকার। এই প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) ঋণ দেওয়ার প্রস্তাব করেছে। পাশাপাশি সরকারের নিজস্ব তহবিল থেকেও এই প্রকল্পে অর্থায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। গত সরকার ২০২৩ সালের আগস্ট মাসে দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করে। অর্থনীতিবিদদের মতে, জাতীয় নির্বাচনের আগে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়েই তড়িঘড়ি করে এই কর্মসূচি শুরু করা হয়েছিল। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের এই কর্মসূচির আওতায় আনার প্রাথমিক সিদ্ধান্ত আন্দোলনের মুখে সরকার প্রত্যাহার করে নেয়। সার্বিকভাবে এই কার্যক্রমে এক ধরনের স্থবিরতা নেমে আসে। রাজনৈতিক পট পরিবর্তনের...