দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে দেশ আরও সংকটের মধ্যে পড়বে বলে মনে করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন। পাশাপাশি আলোচিত গণভোটকে সিপিবি অপ্রয়োজনীয় মনে করছে বলেও তিনি জানান। গত ১১ অক্টোবর সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাজ্জাদ জহির চন্দন এসব কথা জানান। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন নিয়ে জনগণের সংশয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, সিপিবির নির্বাচনী প্রস্তুতি ও বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি নিয়ে বৃহত্তর ফ্রন্ট বা বাম বলয় গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারে সাজ্জাদ জহির চন্দন খোলামেলাভাবে নিজের মতামত ও কমিউনিস্ট পার্টির অবস্থান তুলে ধরেন। সিপিবির নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। সারা...