ঘটনাটি ঘটে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম ওভারের প্রথম বলের সময়। সে সময় বাবর আজমের রান ছিল মাত্র ১। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে ক্যাচ আউটের আবেদন মেনে তাকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাবর। ঠিক তখনই ধারাভাষ্য দিতে দিতে রমিজ রাজা বলে বসেন, “এই আউট, এখন নাটক করবে। ” রমিজের এই মন্তব্য সরাসরি ধারাভাষ্যের মাইকে না শোনা গেলেও, মাঠের অডিও সিস্টেমে তা স্পষ্টভাবে ধরা পড়ে দর্শকদের কানে। পরবর্তীতে রিপ্লেতে দেখা যায়, বাবরের ব্যাটে...