ফাইনাল ম্যাচে খুলনার হয়ে কেবল লড়লেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। আর শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্যামিও ইনিংসে মোটামুটি সংগ্রহ পায় দলটি।এই রান তাড়া করতে নেমে খুব বেশি বেগ পোহাতে হয়নি রংপুরকে। নাসির হোসেন ও নাঈম ইসলামের ঠান্ডা মাথার ইনিংসে শিরোপা নিজেদের ঘরে তোলে তারা। আজ এনসিএলের ফাইনাল ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাট করতে পাঠায় রংপুর। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে খুলনা। জবাব দিতে নেমে এই রান ৩ ওভার হাতে রেখেই তাড়া করে ফেলে রংপুর। দ্বিতীয় ওভারে ইমরানউজ্জামানকে হারিয়ে শুরু হয় খুলনার ইনিংস। আরেক ওপেনার সৌম্য সরকারও সুবিধে করতে পারেননি। ৮ রানে বিলিয়ে দেন উইকেট। তিনে নামা আনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ১২ রান। চারে নেমে প্রতিরোধ গড়েন মিথুন। তবে অপরপ্রান্তে আফিফ ১৪...