এর আগেও সুন্দরবনে পর্যটকেরা এমন ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। খুলনার কয়রা উপজেলার বন বিভাগের সহযোগী হিসেবে কর্মরত সাইফুল ইসলাম জানালেন, গত আগস্টে সুন্দরবনের শেখেরটেক ইকো ট্যুরিজম এলাকায় গিয়ে তিনি হঠাৎই রয়েল বেঙ্গল টাইগারের মুখোমুখি হন। সাইফুল ইসলাম বলেন, ‘প্রধান বন সংরক্ষক আসবেন শুনে আমরা এক দিন আগে ট্রলার নিয়ে সেখানে গিয়েছিলাম। সকালে ট্রলার থেকে নেমে কিছুটা হেঁটে সামনে যেতেই দেখি—ট্যুরিস্টদের বসার বেঞ্চের ওপর টান হয়ে শুয়ে আছে বিশাল এক বাঘ। মুহূর্তেই আমার রক্ত যেন হিম হয়ে গেল। নিঃশব্দে, ধীরে ধীরে পিছিয়ে গিয়ে আবার ট্রলারে ফিরে আসি।’ এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে বাঘ দেখেছিলেন পর্যটকবাহী জলযান ‘দি সেইল’–এর যাত্রীরা। বঙ্গোপসাগর-সংলগ্ন বড় কটকা খাল দিয়ে নৌযানটি চলার সময় হঠাৎ দেখা যায়—একটি বাঘ ধীরে ধীরে খাল...