বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতি হিসেবে বিশ্বখ্যাত ‘দ্য আর্থশট প্রাইজ ২০২৫’-এর ‘ফিক্স আওয়ার ক্লাইমেট’ ক্যাটাগরিতে ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন ও প্রকৃতিভিত্তিক টেকসই সমাধানের মাধ্যমে জলবায়ু অভিযোজনে অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য এই স্বীকৃতি পেয়েছে সংস্থাটি।সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আর্থশট ফাউন্ডেশন অনলাইনে ২০২৫ সালের ফাইনালিস্টদের নাম ঘোষণা করে। আর্থশট প্রাইজের প্রতিষ্ঠাতা প্রিন্স উইলিয়াম বলেন, “মাত্র পাঁচ বছরেই আমরা দেখেছি, পৃথিবীর বড় বড় চ্যালেঞ্জের সমাধান আমাদের নিজেদের মধ্যেই রয়েছে। এবারের ফাইনালিস্টরা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, “আর্থশট প্রাইজের ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য এক বিশাল সম্মান। এটি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা, উদ্ভাবন ও আত্মনির্ভরতার স্বীকৃতি। ভাসমান হাসপাতাল, ম্যানগ্রোভ বনায়ন কিংবা বন্যা-সহনশীল গ্রাম নির্মাণ—সবক্ষেত্রেই আমরা দেখিয়েছি, স্থানীয় জনগণের নেতৃত্ব ও সম্পৃক্ততার মাধ্যমে প্রকৃতিভিত্তিক...