অনেকেই চুলকে সোজা ও মসৃণ রাখার জন্য নিয়মিত হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন। পার্টি, অফিস বা প্রতিদিনের লাইফস্টাইলে চুলের নিখুঁত লুক পেতে হেয়ার স্ট্রেটনার যেন অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ কিন্তু ভয়ঙ্কর তথ্য নিয়মিত হেয়ার স্ট্রেটনার ব্যবহার জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত রাসায়নিক স্ট্রেটনার ব্যবহার করেন, তাদের মধ্যে জরায়ু ক্যান্সারের আশঙ্কা অনেক বেশি থাকে। গবেষণায় অংশ নেওয়া কয়েক হাজার নারীর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, যারা বছরে কয়েকবারের বেশি স্ট্রেটনার ব্যবহার করেন, তাদের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অন্যদের তুলনায় দ্বিগুণেরও বেশি। বেশির ভাগ হেয়ার স্ট্রেটনারে থাকে ফরমালডিহাইড, ফথালেটস ও প্যারাবেন। উচ্চ তাপমাত্রায় এগুলো বাষ্প হয়ে মাথার ত্বক বা শ্বাসনালির মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। এই...