বিনোদন ডেস্কঃবলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন কখনোই থামে না। এবারও তার ব্যতিক্রম হলো না। গত ১১ অক্টোবর, যখন শাহেনশাহ অমিতাভ পা রাখলেন ৮৩ বছরে, তখন কলকাতার একদল অনুরাগী আয়োজন করলেন অভিনব এক শ্রদ্ধানুষ্ঠান— ‘অমিতাভ চল্লিশা পাঠ’। পাতায় পাতায় বচ্চনের বন্দনা, ধূপধুনো, ফুল, প্রদীপ ও প্রসাদে ভরে উঠেছিল আয়োজনস্থল। এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা অল বেঙ্গল অমিতাভ বচ্চন ফ্যান ক্লাব। ক্লাবটির সম্পাদক সঞ্জয় পাতোদিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই পূজার্চনা। সঞ্জয় শুধু অমিতাভের অন্ধভক্তই নন, বরং বচ্চন পরিবারের সঙ্গেও তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলে জানা...