দেশে চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসে উত্তীর্ণ কিন্তু এখনো নিয়োগবঞ্চিত প্রায় দুই হাজার চিকিৎসককে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাকলাইন রাসেল। রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, এ চিকিৎসকেরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত।সরকার এরই মধ্যে ৩ হাজার জনকে নিয়োগ দিলেও বাকি ২ হাজার জনকে অবৈধভাবে অপেক্ষমাণ রাখা হয়েছে। সরকারের যুক্তি একসঙ্গে বেশি ডাক্তার নিলে ভবিষ্যতে জটিলতা হবে তা ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। ডা. সাকলাইন বলেন, এরই মধ্যে দেশে প্রায় ১৩ হাজার শূন্যপদ রয়েছে। এ ২ হাজার চিকিৎসককে নিয়োগ দিলে কোনো সমস্যা হবে না, বরং জনগণ উপকৃত হবে। তিনি আরও বলেন, ৩৯তম বিসিএসে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগের নজির রয়েছে। সেক্ষেত্রে সরকার চাইলে এবারও...