সারা দেশের মতো যশোরেও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন । রোববার (১২ অক্টোবর) সকালে যশোর কালেক্টরেট স্কুলের অডিটোরিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন সিভিল সার্জন যশোর ডা. মো. মাসুদ রানা। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সিভিল সার্জন ডা. মাসুদ রানা দড়াটানা মাদ্রাসা, বাদশা ফয়সল স্কুলসহ জেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,ডেপুটি সিভিল সার্জন ডা.মো.নাজমুস সাদিক ডা.মো.রেহেনেওয়াজ,মেডিকেল অফিসার; এবং ডা.সামিনা পারভীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত কার্যকর ও নিরাপদ। তারা জানান, টাইফয়েড টিকা সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত এবং ইসলাম...