খেলার ক্ষেত্রে নির্মাণের ধারণা যুক্ত করা একটা চমৎকার পরিকল্পনা। তৈরিকৃত বস্তু যেমন গাড়ি বা প্লেন দিয়ে খেলার চেয়ে ব্লক, কাগজ বা নানা রকমের উপাদান দিয়ে প্লেন বা গাড়ি বানিয়ে নেওয়ার ক্ষেত্রে শেখার জায়গাটা ভিত্তি পর্যায় থেকেই শিশুদের মধ্যে ডিজাইন নিয়ে চিন্তা ভাবনার সুযোগ তৈরি করে দেয়। শিশুদের খেলা নিয়ে আমাদের ভাবনা কি খরিদমুখী নাকি নির্মাণমুখী? খেলনার দোকানের দৃশ্য কী বলে? আমরা যখন শহরের খেলনার দোকানগুলোতে যাই তখন সারি সারি চকচকে প্যাকেট, বাক্স, রঙিন আলো, নানা রকমের শব্দ, শিশুদের প্রিয় কার্টুন চরিত্র বা ব্যাটারি চালিত খেলনা দেখি। এর মানে হল, খেলনার জগৎটা এখন মূলত ‘রেডি-মেড কনসাম্পশন’ কেন্দ্রিক। শিশুর খেলা ও খেলনা নিয়ে আমরা ভাবি, কিন্তু তাকে খেলা বানানোর জায়গা থেকে দূরে সরিয়ে রাখছি! খেলনার দোকানের চিত্রকে যদি এক বাক্যে প্রকাশ করতে...