বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন—ইউরোপের সেরা স্পেন আর দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনা। এই দুই শক্তির মুখোমুখি লড়াই মানেই ফুটবল দুনিয়ার অন্যরকম উৎসব। সেই উৎসবের মঞ্চ এবার হতে পারে দোহা, কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে—যেখানে ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ছুঁয়েছিল তৃতীয় শিরোপার স্বপ্নপূরণের চূড়া। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।স্পেন-আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি নির্ধারিত হয়েছে আগামী ২৮ মার্চে, যা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর মধ্যেই আয়োজনের প্রস্তুতি চলছে। এই তারিখেই বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচগুলো নির্ধারিত থাকলেও, ফিফা চাইছে এই মহারণকে দিতে পূর্ণ অগ্রাধিকার। ফলে ওই দিনে অন্য কোনো আন্তর্জাতিক ম্যাচ রাখার পরিকল্পনা নেই।ম্যাচটি আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল নানা জল্পনা—মায়ামি, রিয়াদ কিংবা ইউরোপের কোনো শহর। তবে স্পেনের ফুটবল সদর দপ্তর লাস রোজাস থেকে পাওয়া ইঙ্গিত বলছে, সবচেয়ে জোরালো সম্ভাবনা এখন দোহার। কারণ শুধু ভৌগোলিক দূরত্ব...